বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ১১:৩৪:৪৯

শুক্রবার তানজিন তিশার ‘জামাই পরীক্ষা’

শুক্রবার তানজিন তিশার ‘জামাই পরীক্ষা’

বিনোদন ডেস্ক: যোগ্য নাতনীর জন্য যোগ্য পাত্রী খুঁজছেন কর্নেল নানা। সাধারণ নিয়মে পাত্র খুঁজছেন না তিনি। পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। সেই পাত্ররাই পরীক্ষা দিতে আসবেন শুক্রবার।

তানজিন তিশাকে বিয়ের জন্য লাইন ধরে পরীক্ষা দিতে আসবেন একাধিক পাত্র। যদিও বিষয়টি নিয়ে বেশ গন্ডগোল বাঁধিয়েছেন তিশা। চিৎকার চেঁচামেচিতে সারা বাড়ি মাথায় তুলেছেন।

কিন্তু কিছু করার নেই। কর্ণেল সিরাজ হায়দারের সিদ্ধান্ত এটি। নানাকে সে অত্যাধিক ভালোবাসেন। নানার সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না তিনি। ঘটনাটি কিন্তু বাস্তেব নয়। দেখা যাবে নাটকে। নাটকের নাম ‘জামাই পরীক্ষা’।

শুক্রবার রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল হক ইমু। নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, দারুণ একটি গল্পের নাটক এটি। কিছুটা কমেডি থাকলেও অতি ভাঁড়ামি নেই। নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন কল্যান কোরাইয়া। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমুসহ অনেকে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে