বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৩:৪৯:৪০

এই ছবি মুক্তি পেলেই নাক কেটে দেওয়া হবে দীপিকার: হুমকি দিল করণি সেনা

এই ছবি মুক্তি পেলেই নাক কেটে দেওয়া হবে দীপিকার: হুমকি দিল করণি সেনা

বিনোদন ডেস্ক :  সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’ ছবির মুক্তি যতই এগিয়ে আসছে, ততই যেন বিতর্কে পড়ছে বারুদ ৷ ছবি মুক্তি নিয়ে যেখানে বার বার বনশালি নানা ভাবে বোঝাতে চেয়েছেন এই ছবিতে এমন কিছু নেই যা রাজপুত ইতিহাসকে বিকৃত করতে পারে ৷

এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও আপলোড করে স্পষ্টই বনশালি বলেছিলেন, এই ছবিতে রানি পদ্মাবতীকে ঘিরে কোনও ধরণের বিতর্কীত দৃশ্য নেই !  তবে শুধুই বনশালি নয়, ছবির কাস্ট অর্থাৎ দীপিকা, শাহিদ ও রণবীর সিংও বার বার বোঝাতেই চেয়েছেন একথা ৷ তবুও যেন করণি সেনা সন্তুষ্টি হচ্ছে না ৷ আর তাই তো বার বার পদ্মাবতী ছবির মুক্তি আটকে দেওয়ার জন্য নানা ভাবে এগিয়ে করণি সেনা ৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে করণি সেনা প্রধান লোকেন্দ্র সিংয়ের মন্তব্য নিয়ে ফের যেন উত্তপ্ত হয়ে উঠল পদ্মাবতী বিতর্ক ৷ এদিন লোকেন্দ্র সিং স্পষ্টই জানিয়ে দিলেন, ‘পদ্মাবতী ছবি মুক্তি পেলে লক্ষ লক্ষ লোক প্রতিবাদে জমায়েত হবে ৷ ভেঙে দেওয়া হবে সিনেমা হল ৷  এমনকী, ‘পদ্মাবতী’ ছবির মুক্তি হলে ভারত বনধেরও ডাক দিয়েছে করণি সেনা । যদি বনশালি এই ছবির মুক্তি না আটকিয়ে দেয় এই ছবি মুক্তি পেলেই নাক কেটে দেওয়া হবে দীপিকার, এমন হুমকি দিল করণি সেনা। ’ ৷ সাংবাদিক বৈঠকে করণি সেনা প্রধান লোকেন্দ্র সিং জানান, ‘বনশালির পদ্মাবতী ছবি মুক্তি পেলে গোটা ভারতে বনধ ডাকা হবে !’ তবে এই প্রথম নয়, পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে করণি সেনা ও বিজেপির বিক্ষোভ চলছেই।

এর মধ্যেই বলিউড তারকারা একে এসে পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর পাশে। এবার সুশান্ত সিং রাজপুত ও সিদ্ধার্থ মালহোত্রা ছবির হয়ে সওয়াল করলেন। তাঁরা জানালেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে। এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পয়লা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর।

এখনও মুক্তির কোনও সবুজ সংকেত নেই। বরং উত্তর উত্তর বেড়েই চলেছে করণি সেনার প্রতিবাদ। ছবি মুক্তি যাতে না পায়, তা নিয়ে এককাট্টা তাঁরা। এই বিতর্কের মধ্যেই ধীরে ধীরে বলিউড তারকারা পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর। এবার ছবির সমর্থনে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুত।

পদ্মাবতী নিয়ে সওয়ার কললেন সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি জানলেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে। প্রতিবাদের মাঝেই বলিউড ধীরে ধীরে পদ্মবতীর হয়ে কথা বলছে। এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পয়লা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর। --নিউজ18

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে