বিনোদন ডেস্ক : ফের হিন্দুত্ব নিয়ে তামিল ম্যাগাজিন 'আনন্দ বিকতন'-এ কলম ধরলেন কমল হাসান। বৃহস্পতিবার নতুন কলামে তিনি লিখেছেন, দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাই পরিবারের বড় ভাইয়ের মতো।
সেক্ষেত্রে বড় ভাইয়ের মতোই হিন্দুদের উচিত সংখ্যালঘু কোনও সম্প্রদায় যদি কোনও ভুল বা অন্যায় করে তাহলে তাদের সংশোধন করে তাদের বুকে টেনে নেওয়া। এটা পরিবারের বড় ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য দুটোই।
একইসঙ্গে কমল বলেছেন, আদালতের কাজ দোষীদের শাস্তি দেওয়া। সেই কাজ আদালতকেই করতে দেওয়া উচিত। তবে তার আগের মন্তব্যের জন্য যদি আদালতে যেতে হয় তাহলে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।
তার আগামী রাজনৈতিক দলের জন্য তার অনুরাগীরা প্রচুর টাকা পাঠিয়েছিলেন কমল হাসানকে। আপাতত সেই সব টাকাই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমল। তিনি অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, আগে দল গঠন হোক, তারপর টাকা পাঠাতে, কারণ শুধু তামিলনাড়ুর উন্নতিই তার লক্ষ্য।
অন্যদিকে, এদিনই মাদ্রাজ হাইকোর্ট চেন্নাই পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে কমলের বিরুদ্ধে করা অভিযোগের জবাবদিহি চেয়েছে। বিচারপতি এম এস রমেশ সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়েছেন পুলিসের কাছে এফআইআর সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে।
আগামী সপ্তাহ পর্যন্ত মামলার শুনানি করা হয়েছে। হাইকোর্টের কেরানি জি দেবরাজন হাইকোর্টে আবেদন করেছিলেন, ওই ম্যাগাজিনে হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে কমল ভুল মন্তব্য করেছেন। কারণ, কোনও ধর্মই হিংসা শেখায় না।
রাজনৈতিক উদ্দেশ্যেই এধরনের মন্তব্য করে কমল তামিল জাতকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছেন। কমলের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য গত ৪ তারিখ চেন্নাই পুলিশ কমিশনার এবং ৬ তারিখ তেনাপেট থানায় অভিযোগ করেও ফল না মেলায় তিনি আদালতের দ্বারস্থ হন। 'আনন্দ বিকতন'-এর সম্পাদকের বিরুদ্ধেও পদক্ষেপের আবেদন করেছেন দেবরাজন।
এমটিনিউজ/এসএস