বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৬:৪৫:৩২

রোমান্সে যুগলবন্দি প্রভাস-আনুশকা

রোমান্সে যুগলবন্দি প্রভাস-আনুশকা

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা। এরপর একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। চলতি বছর বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। এবার নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাহো সিনেমার পর নতুন একটি সিনেমায় আনুশকার সঙ্গে জুটি বাঁধছেন প্রভাস। বর্তমানে এর চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। তবে এবার কোনো অ্যাকশন ঘরানার নয়, সম্পূর্ণ রোমান্টিক সিনেমায় দেখা যাবে তাদের।

প্রভাস বর্তমানে ব্যস্ত রয়েছেনসাহো সিনেমার শুটিং নিয়ে। প্রথমে এতে তার বিপরীতে আনুশকার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বেছে নেন নির্মাতারা। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আনুশকা শেঠি অভিনীত ভাগমতি। গত ৭ নভেম্বর এ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে সিনেমাটির পোস্টার প্রকাশ হয়। ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এটি। খুব শিগগির প্রকাশ হবে এর ট্রেইলার। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে