স্পোর্টস ডেস্ক: শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপূর আর শহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে নিয়ে তৈরি হচ্ছে নতুন এক সিনেমা।
'ধড়ক' নামের ওই সিনেমার পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আগ্রহ দেখা গেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়।
অপেক্ষা ছিল সিলমোহরের। এবার সেই সিলমোহর পড়ল। করণ জোহরের ব্যানারেই বলিউডে পা রাখছেন জাহ্নবী। বিপরীতে শহিদের ভাই ঈশান। করণ জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবির প্রথম পোস্টার।
বলিউডের নতুন নায়িকা জাহ্নবী কাপূর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর প্রথম ছবির নাম ‘ধড়ক’। করণ জোহরের ব্যানারেই বলিউড অভিষেক হচ্ছে তারকা-কন্যার। বিপরীতে রয়েছেন শহীদের মামাতো ভাই ঈশান খট্টর।
ঈশানেরঅবশ্য দ্বিতীয় ছবি এটি। এর আগে ২০০৫-এ সঞ্জয় দত্তের ‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান। ‘ধড়ক’-এ প্রথম নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।
বুধবার ছবিটির তিনটি নতুন পোস্টার টুইটারে শেয়ার করেছেন ছবির প্রযোজক করণ জোহর। শ্রীদেবীও শেয়ার করেছেন সেই পোস্টারের ছবি।
ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির পরিচালনা করেছেন তিনি।মরাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হতে চলেছে জাহ্নবী ও ঈশানের এই নতুন ছবি।
সূত্রের খবর, সামনের মাস থেকেই শুটিং শুরু হচ্ছে ‘ধড়ক’-এর। সম্ভবত সামনের বছর মুক্তি পাবে ছবিটি। নতুন পোস্টারে জাহ্নবী ও ঈশানের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে দর্শকদের।
এমটি নিউজ/আ শি/এএস