বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৫:০৯:২৯

শাহরুখ খানকে দীর্ঘ ৪ঘণ্টা জিজ্ঞাসাবাদ!

শাহরুখ খানকে দীর্ঘ ৪ঘণ্টা জিজ্ঞাসাবাদ!

বিনোদন ডেস্ক : ভারতের এনফোর্স ডাইরেক্টরেট (ইডি) টানা চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। দক্ষিণ মুম্বইয়ের বালার্ড এস্টেটে সংস্থার আঞ্চলিক সদর দপ্তরে মঙ্গলবার এ জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৯ সালে খুব কম মূল্যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) শেয়ার মৌরিতানিয়ার একটি কোম্পানির কাছে শাহরুখ বিক্রি করে দেন বলে অভিযোগ আছে। এতে দেশটির বৈদেশিক বিনিময় বিষয়ক রীতি লংঘন হয়েছে। জিজ্ঞাসাবাদে শাহরুখ খান বলেছেন, ২০০৯ সালে আইপিএল ও কেকেআর অলাভজনক ছিল। সেই অনুযায়ী ওই সময়ের প্রেক্ষিতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে কোন অনিয়ম করা হয়েছে বলে মনে করেন না শাহরুখ খান। তবে পরে এসব শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, কেকেআর ও আইপিএলের অন্য তিনটি দলের বিরুদ্ধে মামলা নিবন্ধিত করেছে ইডি। তারা এর আগে শাহরুখ খানকে দু’বার সমন পাঠিয়েছিল। কিন্তু তিনি ছবির শুটিং নিয়ে এতো ব্যস্ত ছিলেন যে তাতে সাড়া দিতে পারেন নি। রিপোর্টে বলা হয়েছে, মৌরিতানিয়া ভিত্তিক কোম্পানি ‘সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট’-এর মালিক জে মেহতা। তিনি কেকেআরের দূত ও অভিনেত্রী জুহি চাওলার স্বামী। ওই কোম্পানির কাছে প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ১০ রুপিতে ইকুইটি মেয়ার দিয়ে দেয় কেকেআর। কিন্তু এক অডিট রিপোর্টে বলা হয়েছে, এসব শেয়ারে দাম হতে পারে প্রতিটি ৭০ রুপিরও বেশি। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে