শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৪:৩৯:৩৩

বাবার সম্পর্কে কেন এমন মন্তব্য করলেন বিখ্যাত অভিনেতার মেয়ে

বাবার সম্পর্কে কেন এমন মন্তব্য করলেন বিখ্যাত অভিনেতার মেয়ে

বিনোদন ডেস্ক :  বাবা জিতেন্দ্রর ছত্রছায়ায় কোনওদিন বড় হননি। বড় হয়েছেন আপন চালে, আপন মেজাজে। বয়স কুড়ি ছুঁতে-না-ছুঁতেই হয়েছেন মেগাসিরিয়ালের ‘জননী’, জন্মদাত্রী।

এক কথায়, মোড় ঘুরিয়েছিলেন হিন্দি সিরিয়ালের বাণিজ্যে। তবু কলকাতায় এসে, একান্ত সাক্ষাৎকারে জানালেন সম্রাজ্ঞী একতা, টাকার জন্যে কখনও বিজনেস করেননি! বাণিজ্য করেছেন মন পাওয়ার জন্য। পেয়েওছেন। অগণিত ‘ঠাকুমা-দিদিমা’র মন! এখন তিনি মন দিয়েছেন ওয়েব সিরিজে। কলকাতায় যখন এসেছেন, তখন বাংলা ভাষাতেই হোক ‘প্রশ্নপত্র’, কথাটা প্রথমেই ক্লিয়ার করে নিলেন তিনি।

পাশে দাঁড়িয়ে পত্রলেখা। বাঙালি সুন্দরী। অধুনা রাজ কুমার রাওয়ের বান্ধবীও। একসঙ্গে শুরু হল আলাপ। কথায় কথায় উঠল তুষারের বাবা হওয়ার প্রসঙ্গও। তুষারকে কিন্তু বাবা হিসেবে অনেকটাই এগিয়ে রাখলেন একতা। কিন্তু কেনই বা বাবার সম্পর্কে এমন মন্তব্য করলেন বিখ্যাত অভিনেতার মেয়ে সেটাই এখন জানার বিষয় । --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে