শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৬:১৩:৫৯

এইমাত্র পাওয়া গেল খারাপ খবরটি, পা পিছলে পড়ে গিয়ে নায়িকা অপু বিশ্বাস...

এইমাত্র পাওয়া গেল খারাপ খবরটি, পা পিছলে পড়ে গিয়ে নায়িকা অপু বিশ্বাস...

বিনোদন ডেস্ক : এইমাত্র পাওয়া খারাপ খবরটি হলো, চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চিকিৎসা নিতে আজ সকালের ফ্লাইটে উড়াল দিয়েছেন কলকাতায়। অপুর ঘনিষ্ঠ সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, অপু বিশ্বাস তার বাসায় পা পিছলে পড়ে যান। এতে তিনি পায়ে এবং কোমরে আঘাত পান। ফলে আজ সকালেই তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছেন। এর আগে অপু বিশ্বাস কলকাতার যে চিকিৎসকের কাছে চিকিৎসা ও নিয়মিত চেকআপ করতেন এবারও সেই ডাক্তারের শরণাপন্ন হয়েছেন।

তবে অপুর সঙ্গে কলকাতায় কে বা কারা গেছেন এ বিষয়য়ে কিছু জানা যায়নি। সম্প্রতি অপু বিশ্বাস দুটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে। ছবি দুটি হচ্ছে- কাঙাল ও কানা গলি। শিগগিরই দুই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে