শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৭:০৫:৩৬

‘আমি তো বলিনি আফ্রিদির প্রেমে পড়েছি’

‘আমি তো বলিনি আফ্রিদির প্রেমে পড়েছি’

বিনোদন ডেস্ক : আমি তো কাউকে বলিনি ক্রিকেটার শহীদ আফ্রিদির প্রেমে পড়েছি। একটা অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়। সেখানেই ছবিটি তুলেছিলাম। আফ্রিদি অনেকের মতো আমারও একজন প্রিয় ক্রিকেটার। তার সঙ্গে ফেসবুকে ছবি দেয়ার মানে এই নয় যে আমি তার প্রেমে পড়েছি।

কিন্তু গতকাল (বৃহস্পতিবার) বেশ কিছু গণমাধ্যমে আমাকে না বলেই চটকদার হেডলাইন দিয়ে আমাকে জড়িয়ে আফ্রিদির একটা সংবাদ দেখলাম। বিষয়টি খুব বিব্রতকর আমার জন্য। এ নিয়ে বাবাও খুব মনঃক্ষুণ্ণ হয়েছেন। শুক্রবার বিকেলে এসব কথা বললেন নবাগত নায়িকা সানাই।   

সম্প্রতি বিপিএল খেলতে ঢাকায় এসেছেন আফ্রিদি। একটি অনুষ্ঠানে আফ্রিদির সঙ্গে ছবি তুলেছিলেন সানাই। গতকাল ছবিটি নিজের ফেসবুকে দেয়ার পর পরই বেশ কিছু গণমাধ্যমে আফ্রিদির প্রেমে সানাই এই ঘরনার শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

গেলো সেপ্টেম্বরের শেষদিকে ‘প্রতিশোধ’ও ‘প্রতীক্ষা’নামের নতুন দুটো ছবির মহরত হয়েছে নবাগত এ নায়িকার। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত দুটো ছবিতেই বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ‘ভালোবাসা ২৪×৭’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান সানাই।

এছাড়া কিছুদিন আগে বাবু সিদ্দিকী পরিচালিত ‘সুপ্ত আগুন’ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানাই।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে