শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:০৭:১৯

শ্রীদেবীর মেয়ের সঙ্গে শহীদ কাপুরের ভাই

শ্রীদেবীর মেয়ের সঙ্গে শহীদ কাপুরের ভাই

বিনোদন ডেস্ক : পাঁচ বছর আগে করণ জোহরের হাত ধরে বলিউডে নাম লিখিয়েছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ কাপুর ও বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে যাত্রা শুরুর পর থেকে বলিউডে পুরোদমে কাজ করে চলেছেন এই তিন তারকা। কম সময়ে তারা সফলতাও পেয়েছেন।

এবার করণ জোহর নতুন সিনেমায় চমক নিয়ে হাজির হচ্ছেন। সিনেমায় নিয়ে এলেন শ্রীদেবী কন্যা জানভি কাপুরকে। ছবির নাম ‘ধাড়াক’। এতে নায়ক হচ্ছেন নবাগত ঈশান খাট্টার। তিনি অভিনেতা শহীদ কাপুরের ছোট ভাই।

করণ জোহর গতকাল বুধবার টুইটারে জানভির প্রথম সিনেমার পোস্টার প্রকাশ করেছেন। এতে বেশ ঝলমলে লুকে দেখা গেছে জানভি-ঈষানকে।

তবে জানভি-ঈষান কতটা বলিউডে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারেন সেটাই দেখার বিষয়? করণ জোহরের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বের হাত ধরে সিনেমায় অভিষেক হওয়ার কারণে সাফল্য মিলবে বলে মনে করছেন অনেকেই।

জানা গেছে, মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’র অফিশিয়াল রিমেক ‘ধাড়াক’। পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। ডিসেম্বরে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা।  আগামী বছরের জুলাইয়ে মুক্তি পাবে ছবিটি।

এদিকে জানভির মা শ্রীদেবীও মেয়ের পোস্টার নিজের টুইটারে শেয়ার করে ছবির পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা শ্রীদেবী কন্যা আর শহীদ কাপুরের ভাইয়ের জুটি কতটা সাফল্য নিয়ে আসতে পারে?
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে