শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:১০:১৫

অবশেষে সিনেমার নায়িকা হচ্ছেন এভ্রিল

 অবশেষে সিনেমার নায়িকা হচ্ছেন এভ্রিল

বিনোদন ডেস্ক : মিস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করার পর থেকেই একের পর এক নানা সমালোচনা ও বিতর্ক হতে থাকে।  অবশ্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তার অংশগ্রহণের আগে হাইসিসি বাইকার হিসেবে বেশ পরিচিতি লাভ করেন।  সে প্রসঙ্গ এখন অতীত।  তবে বর্তমানে সেই এভ্রিল নাম লেখাতে যাচ্ছেন সিনেমায়।

সম্প্রতি এভ্রিল একটি বেসরকারী টেলিভিশনকে বলেন, আমি আমার অতীতের সকল বিতর্ককে পেছনে রেখে অভিনয়ে ব্যস্ত হতে চাই।  আমার সাথে চবির ডিরেক্টরের সাথে কথা হয়েছে।  চলচ্চিত্রটি বাইকার নিয়ে নির্মাণ করা হবে।  আর সেখানে আমাকে একজন প্রতিবাদী নারীর ভূমিকায় দর্শকরা দেখতে পাবেন।  আমি একাই থাকবো না; আরো তিন নারী প্রতিবাদী থাকবে আমার সাথে।   কিন্তু ছবির পরিচালক কে বা কারা, কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি আসছে তা কোনো কিছুই জানাননি এভ্রিল।

সম্প্রতি এভ্রিল আর কী কী কাজ করছেন এসব জানতে চাইলে বলেন, মানসম্মত যে কোনো কাজই আমি করতে চাই।  আসছে থার্টিফাস্ট ও ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে আমার নাটক ও টেলিফিল্মে কাজ করার কথা রয়েছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে