শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:২০:২৪

সন্তানকে রেখেই কলকাতায় গেলেন অপু বিশ্বাস

সন্তানকে রেখেই কলকাতায় গেলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : সন্তান আব্রাম খান জয়কে বাসার গৃহকর্মী শেলীর কাছে রেখে কলকাতায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।  সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান এ নায়িকা। এতে সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে তার।

প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর  উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান অপু। তিনি এখন সেখানকার এ্যাপোলো হসপিটালে ভর্তি আছেন বলে জানা যায়।

এদিকে গতকাল রাতেই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন অপুর স্বামী নায়ক শাকিব খান। শাকিবের ঘনিষ্ঠ সূত্র এমটিনিউজ২৪.কমকে জানান, এক বছরের ছেলেকে বাসার গৃহকর্মীর কাছে রেখে অপুর এই কলকাতায় যাওয়াটা পছন্দ হয়নি শাকিবের। দেশেই ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারতেন তিনি। কিংবা সন্তানকে সঙ্গে নিয়েই দেশের বাইরে যেতে পারতেন।

একই সূত্র আগেও জানিয়েছিলেন, গৃহকর্মীর কাছে সন্তানকে একা রেখে মা অপুর বাইরে অতিরিক্ত চলাফেরা অপছন্দ শাকিবের। মা হিসেবে অপু তার দায়িত্ব পালন করছেন না।

এদিকে শোনা যাচ্ছে, শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এমন ঘোষণা আসতে পারে দুজনেই পক্ষ থেকেই!

যদিও কদিন আগে এক অনুষ্ঠানে অপুকে ডিভোর্সের ব্যাপারে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না বলে উড়িয়ে দেন। আরো বলেছিলেন, শাকিব খান দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই জানা যাবে। এসব সূত্রের খবরে তার কোনো আস্থা নেই বলে জানান তিনি উপস্থিত সংবাদকর্মীদের।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে