শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:২৮:১৭

জন্মদিন যেভাবে কাটলো ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যর

জন্মদিন যেভাবে কাটলো ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যর

বিনোদন ডেস্ক : আরাধ্য বচ্চন- ছোট্ট শিশুটিই গোটা বচ্চন পরিবারের চোখের মণি। তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা ১৬ নভেম্বর পা দিল ৬ বছর বয়সে।

বিশেষ এই দিনটি কীভাবে উদযাপন করলো বচ্চন পরিবার? সামাজিক মাধ্যমে পাওয়া ছবিগুলো বলছে, বাবা-মা ও দাদার সঙ্গে ছোট্ট আরাধ্যর সময়টা মন্দ কাটেনি মোটেই!

বৃহস্পতিবার সকালেই আরাধ্যকে নিয়ে লম্বা চওড়া পোস্ট ফেইসবুকে করেছেন দাদা অমিতাভ বচ্চন। শেয়ার করেছেন অনেকগুলো ছবিও।

সন্ধ্যায় গোটা পরিবারকে দেখা গেছে আরাধ্যকে নিয়ে বাইরে বেড়াতে যেতে। গোলাপি ফ্রকে আরাধ্যকে এইসময় দেখাচ্ছিল রাজকন্যার মতোই।

তবে জন্মদিনের এই উৎসবে দেখা যায়নি দাদি জয়া বচ্চনকে। ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে