বিনোদন ডেস্ক : গুলশানের নিকেতনের বাসায় ব্যক্তিগত সহকারী শেলীর কাছে সন্তান আব্রাম খান জয়কে তালাবন্দী করে কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছেন অপু বিশ্বাস। এই খবর শোনার পর নিকেতনে বাসার তালা ভেঙে সন্তানকে উদ্ধার করতে চেয়েছিলেন শাকিব খান।
তবে সামাজিক মর্যাদার কথা চিন্তা করে আর তালা ভাঙেনি শাকিব খান। শাকিব বলেন, চেষ্টা করেছিলাম তালা ভাঙার। কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তা আর করা হয়নি।
গতকাল রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান। শুক্রবার বিকালে অপুর ব্যক্তিগত সহকারী শেলীকে ফোন করলে জানানো হয়, অপু এখন কলকতায়। আর জয় কোথায় আছে এমনটা জানতে চাইলে শেলী বলেন, জয় তার সাথে অপুর নিকেতনের বাসায়।
এমনটা শোনার পর শাকিব খান নিকেতনের বাসায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু শেলী জানান, বাহিরে থেকে জয় এবং তাকে তালাবন্ধ করে কলকাতায় গেছেন অপু। এ কথা শোনার সাথে সাথে অপুর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব খান।
শাকিব খান বলেন, যেহেতু তালাবন্ধ করে গেছেন অপু, সেহেতু এখানকার হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। চেষ্টা করেছিলাম তালা ভাঙ্গার। কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তা আর করা হয়নি।
আপাতত জয় এখন শেলীর কাছেই আছে।
এমটিনিউজ/এসএস