শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১০:১২:৫৭

অপু বিশ্বাস দিলেন আরেক তথ্য

অপু বিশ্বাস দিলেন আরেক তথ্য

বিনোদন ডেস্ক : সম্প্রতি চিকিৎসার জন্য  কলকাতায় যান ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। খবর বের হয়, ছেলে জয়কে ঘরে রেখেই তালা দিয়ে কলকাতায় গেছেন অপু।

এ প্রসঙ্গে অপুর স্বামী ঢালিউড অভিনেতা শাকিব খান বলেন, যেহেতু তালাবন্ধ করে গেছেন অপু, সেহেতু এখানকার হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। চেষ্টা করেছিলাম তালা ভাঙ্গার। কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তা আর করা হয়নি। আপাতত জয় এখন শেলীর (অপুর সহকারী) কাছেই আছে।

তবে শাকিবের এমন বক্তব্য অস্বীকার করেছেন অপু, দিলেন আরেক তথ্য। একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে অপু বলেন, আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন।
এটা দোষের কি!
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে