শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১১:৪৭:৫৬

যে পদক্ষেপ নিল পুলিশ

যে পদক্ষেপ নিল পুলিশ

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের কাছে থাকা আব্রাম খান জয় ঘরে তালাবন্দী অবস্থায় রয়েছে উল্লেখ করে তাকে উদ্ধারে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান।  শুক্রবার রাতে রাজধানীর গুলশান থানায় যান তিনি।

যে পদক্ষেপ নিল পুলিশ:
 পুলিশ বলছে, ওসির কাছে না গিয়ে গাড়িতে বসে শাকিব খান প্রতিনিধি পাঠিয়ে সন্তান উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন।  কিন্তু মায়ের কাছে থাকা সন্তানকে আদালতের নির্দেশ ব্যাতীত নিয়ে আসার কোন আইনি রাস্তা নেই বলে জানিয়ে শাকিবকে ফেরত পাঠিয়েছে পুলিশ।

থানার ওসি আবু বকর সিদ্দিক জানান: শুক্রবার রাত ৮টার দিকে শাকিব খান এসেছিলেন।  তবে আমার রুমে আসেননি।  তার প্রতিনিধি এসে জানায় আব্রামকে ব্যক্তিগত সহকারীর কাছে দিয়ে তালাবন্দী রেখে অপু বিশ্বাস কোথায় গেছেন বলে যাননি।  সন্তানকে উদ্ধারে পুলিশের সহযোগিতায় তালা ভাঙ্গা প্রযোজন।

‘তখন আমি তাকে জানিয়েছি মা তার সন্তানের কাছে আছে।  কর্মজীবী মা তার সন্তানকে বাড়িতে সহকারীর কাছে রেখে কাজে যেতে পারেন, এটি নতুন কিছু নয়।  মায়ের কাছে থাকা সন্তানকে নিয়ে আসতে আদালতের অনুমতি লাগবে।  আদালতের অনুমতি আনলে আমরা বিষয়টি দেখব’, বলেন গুলশান থানার ওসি।

তিনি জানান: শাকিব খান থানায় আসলেও তার পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ আসেনি।  বিষয়টি নিয়ে আলদা করে খোঁজ খবর নেয়ার প্রয়োজন দেখছেন না বলে জানান ওসি আবু বকর সিদ্দিক।

এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।

বৃহস্পতিবার শুটিং শেষে ঢাকায় ফিরেছেন শাকিব খান।  তার সঙ্গে স্ত্রী অপু বিশ্বাসের বিচ্ছেদের গুঞ্জন রয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে