শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০১:৩৫:১৭

রাজকীয় বেশে দর্শকের সামনে মৌসুমী-ওমর সানি

রাজকীয় বেশে দর্শকের সামনে মৌসুমী-ওমর সানি

বিনোদন ডেস্ক : রাজকীয় বেশে দর্শকের সামনে হাজির হলেন ঢালিউডের আলোচিত জুটি মৌসুমী-ওমর সানি। জমকালো গহনার সঙ্গে মৌসুমী পরেছেন মেরুন রঙের শাড়ি।

ওমর সানী পরেছেন পাগড়ির সঙ্গে সোনালি রঙের শেরওয়ানি। একটি ফ্যাশন হাউজের ফটোসেশনে অংশ নিতেই তাদের এমন সাজ।

মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়। ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার।

ওমর সানী বলেন, প্রেম’স কালেকশনের একটি ফটোসেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে