শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০২:০৫:০৬

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়ার জন্য দু:সংবাদ

  'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়ার জন্য দু:সংবাদ

বিনোদন ডেস্ক: চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়া ইসলাম। এবার তার জন্য এসেছে দু:সংবাদ।

২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানায় সময় রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া।

সেমি ফাইনালে অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ব্রাজিল, কুক আইল্যান্ড, ইংল্যান্ড, ফিজি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিস ওয়ার্ল্ড-২০১৭ নির্বাচিত করবেন বিচারকরা।

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'র অন্যতম আয়োজক প্রতিষ্ঠান 'অন্তর শোবিজের' চেয়ারম্যান স্বপন চৌধুরী শনিবার দুপুরে বলেন, 'সারা বিশ্বের ১২০টি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশের মধ্যে রয়েছেন। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অবস্থান আশাব্যঞ্জক। আমরা আশাবদী আগামী ২০১৮-২০১৯ সালের মধ্যে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবো।'

হাবিব/এইচআর/এমটিনিউজ২৪.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে