৩৮ ভাষায় দিওয়ালির শুভেচ্ছা অমিতাভের
বিনোদন ডেস্ক : নাহ কোনও সিনেমার চরিত্রের খাতিরে নয়৷ তিনি নিজেই দেখিয়ে দিলেন ৩৮টি ভাষায় দক্ষতা। আর এটা একমাত্র তার পক্ষেই দেখানো সম্ভব৷ আর তাই অতগুলো ভাষাতেই দিওয়ালির শুভেচ্ছা জানালেন ফ্যানদের৷
প্রতি উৎসবেই ফ্যানদের শুভেচ্ছা জানান তিনি৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ে তার জানানো শুভেচ্ছার অপেক্ষায় থাকেন তার ফ্যানরাও৷ দিওয়ালিতে তার জানানো শুভেচ্ছা দেখে তাক লেগে গেল ভক্তদের৷ একটা নয়, দুটো নয় মোট ৩৮টি ভাষাতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ শুরুতেই জানিয়েছেন, তার পক্ষে যতগুলো ভাষায় শুভেচ্ছা জানানো সম্ভব ততগুলোতেই জানাবেন তিনি৷ শুরু করেছেন সংস্কৃত দিয়ে- শুভ দীপাবলি, সর্বে ভবন্তি সুখিয়ঁ৷ এরপর তেলুগু, তামিল, কন্নড়, মারাঠি, গুজরাটি, বোম্বাইয়া, কুচি, সিন্ধিয়া এরকম বিভিন্ন ভাষাতেও দীপাবলীর শুভেচ্ছা ও সুখ-সমৃদ্ধি কামনা করেছেন তিনি৷
গুজরাটি, কাথিয়াওয়াড়ি, মালওয়ার মতো ভাষাতেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ তালিকায় রয়েছে বাংলাও৷ দেশি ভাষার পাশাপাসি বিদেশী ভাষাও বেছে নিয়েছেন তিনি৷ ইংরেজির সঙ্গে এ তালিকায় আছে স্প্যানিশ, জার্মানি ও রোম্যানিয়ান ভাষা৷
রীতিমতো গবেষণা করেই যে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন তা তার পোস্টগুলো দেখলেই স্পষ্ট৷ কেননা প্রতি ভাষাতে কীরকমভাবে এই দিনটির শুভেচ্ছা জানানো হয়, সেই রীতিও তিনি তার লেখায় তুলে ধরেছেন৷ যেমন, বাংলাতে তিনি লিখেছেন, ‘সকলকে দিওয়ালির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা৷ আশা করি এই দিবস আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে৷’
সিনেমায় নানা চরিত্রে তিনি তো তাক লাগিয়ে দেনই৷ বাস্তবেও সোশ্যাল মিডিয়ার মতো জায়গাতেও নানা চমকে এভাবেই বিস্ময় জাগিয়ে তোলেন বিগ বি৷
১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�