শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০৭:৫৩:৩৯

রুনার জন্মদিনে গাইলেন অভিনেতা আলমগীর

রুনার জন্মদিনে গাইলেন অভিনেতা আলমগীর

বিনোদন ডেস্ক :  আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতশিল্পের সবচেয়ে বড় বিজ্ঞাপন রুনা লায়লা। তাই তো তার ৬৫তম জন্মদিনকে ঘিরে দেশের বিভিন্ন অঙ্গনের তারকারাদের ঢল নেমেছিল ১৭ নভেম্বর সন্ধ্যায় এই কিংবদন্তির বাড়িতে। আড্ডা, গল্প, গান, হাসি, আনন্দ, সেলফি,  আর কেক কেটে সময় কেটেছে সবার।

স্বামী অভিনেতা আলমগীর ও তার মেয়ে আঁখি আলমগীরকে পাশে নিয়ে ৬৫তম জন্মদিনের কেক কেটেছেন রুনা লায়লা। তারকা ছাড়াও পরিবার আর স্বজনদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আলমগীর গেয়ে শোনান প্রবাল চৌধুরী ও সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গান- ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য’!

এই জন্মসন্ধ্যায় রুনাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অভিনেতা ফারুক, মিশা সওদাগর, রিয়াজ, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, জায়েদ খান, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চম্পা, শাবনূর, পপি, পূর্ণিমা, অরুণা বিশ্বাস, সংগীতশিল্পী নাশিদ কামাল, আবিদা সুলতানা, তপন চৌধুরী, মনির খান, দিনাত জাহান মুন্নী, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, গীতিকার কবির বকুল, নাট্যকার বদরুল আনাম সৌদসহ অনেকে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে