শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০৮:২৫:৩০

এক ‘নায়ক কন্যা’ বলিউডে আসছে সালমানের হাত ধরে

এক ‘নায়ক কন্যা’ বলিউডে আসছে সালমানের হাত ধরে

বিনোদন ডেস্ক : সালমান খানকে বলিউডে নতুন মুখের পৃষ্ঠপোষক একজন ত্রাণকর্তা ভাবা হয়। তার হাত ধরেই অর্জুন কাপুর, সুরুজ পাঞ্চোলি, আথিয়া শেঠি প্রমুখ তারকাপুত্র-কন্যার আত্মপ্রকাশ ঘটেছে বলিউডে।

শুধু তারকাপুত্র-কন্যাদের নায়ক-নায়িকা হিসেবে আবির্ভাবের নেপথ্যে জোরালো প্রভাব সৃষ্টিকারী ভূমিকা রাখেননি সল্লু মিয়া। এর বাইরেও ক্যাটরিনা কাইফ, এলি আবরাম, জেরিন খান, ডেউজি শাহ, পুলকিত সম্রাটদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরুর ক্ষেত্রে তার অভিভাবক সুলভ ভূমিকা সবার নজর কেড়েছে।

সালমান খান তার আগের মনমানসিকতা পাল্টাননি। ভারতীয় মিডিয়া বলছে, এবার তার হাত ধরে অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে বলিউডে অভিষেক হতে চলেছেন। খুব শিগগিরি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অনন্যার, যার আয়োজন চলছে এখন। -ডিএনএ ইন্ডিয়া, জি নিউজ
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে