বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকে চলন্ত ভ্যান থেকে ছুঁড়ে ফেলে দেয়া হল। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা চোপড়ার টিম এই ভিডিওটি টুইট করে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, তার মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ানটিকো সিনেমার সহ–অভিনেতা রাসেল তোভে প্রিয়াঙ্কা চোপড়াকে ভ্যান থেকে ফেলে দেন। আপনারা হয়ত ভাবতে পারেন, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রিয়াঙ্কা নিশ্চয়ই গুরুতর আহত হয়েছেন। কিন্তু নিছকই মজা করার জন্যই প্রিয়াঙ্কা ও রাসেল এই নাটকটি করেছেন।
ভিডিওটি যদি একটু কাছ থেকে দেখা যায় তবে দেখতে পাবেন, ভ্যানটি আসলে স্থির। কিন্তু এমন একটি বিশেষ স্ক্রিনিং করা হয়েছে যে মনে হচ্ছে ভ্যানটি চলন্ত। চলন্ত ভ্যান থেকে প্রিয়াঙ্কা ঝুলে রয়েছেন এবং রাসেল তাকে আচমকাই ফেলে দিয়েছেন।
রাসেলকে ভিডিওর শেষে প্রিয়াঙ্কা বলেন, ‘চূড়ান্ত নাটকীয়তা।’ সম্প্রতি আমেরিকায় প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন কোয়ান্টিকোর তৃতীয় পর্বের শুটিং নিয়ে। এছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে দুটি হলিউড ছবি।
এমটিনিউজ/এসএস