শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০৯:৫২:৪১

আইএসএল উদ্বোধন জমিয়ে দিলেন সালমান-ক্যাটরিনা

আইএসএল উদ্বোধন জমিয়ে দিলেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : জমজমাট আইএসএল চারের উদ্বোধন। যুবভারতী থেকে সরে গেলেও জমে গেল কোচি। সালমান খান থেকে ক্যাটরিনা কাইফ মাতিয়ে দিলেন আইএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। সাইকেলে চেপে মঞ্চে এলেন সলমন। তার পর কোচি মেতে উঠল বলিউডের ছন্দে। আর তার শেষে কেরল-কলকাতা ম্যাচ। মেতে উঠল পুরো গ্যালারি। -আনন্দবাজার
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে