রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৩১:৩৫

দুর্ঘটনা কবলে নায়ক দেবের গার্লফ্রেন্ড

দুর্ঘটনা কবলে নায়ক দেবের গার্লফ্রেন্ড

বিনোদন ডেস্ক : সিনেমার শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে আহত কলকাতার জনপ্রিয় নায়ক দেবের গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র। সিকিমে একটি ছবির শুটিং চলছিল। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। তার হাঁটুর মালাইচাকিতে চোট লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিত্‍সার পর তাকে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্সের সুনতালখোলায় 'কবীর' নামে একটি সিনেমার শুটিং চলছিল। সেই ছবির পরিচালক হলেন অনিকেত চট্টোপাধ্যায়, প্রযোজক রুক্মিণীরই বয়ফ্রেন্ড দেব। সিনেমার একটি কঠিন দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে চোট পান রুক্মিণী।

প্রথমে য্ন্ত্রণায় কাতরে ওঠেন রুক্মিণী। তারপর সেখানেই তার প্রাথমিক চিকিত্‍সা শুরু হয়ে যায়। এরপর শিলিগুড়ির মাটিগাড়ায় একটি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। তার মালাইচাকি ঘুরে গেছে বলে জানা গেছে। রোববার রুক্মিণীর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে