রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০১:২২:১৮

এমন অন্যায়ের বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাইব : অপু

এমন অন্যায়ের বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাইব : অপু

আলাউদ্দীন মাজিদ : শাকিব খান-অপু বিশ্বাস। ঢালিউডের দুই শীর্ষ তারকা। ভালোবাসার বিয়ে আর সন্তান হলেও তাদের সম্পর্ক মোটেও সুখকর নয়। তাদের মন্দ সম্পর্কের সবশেষ বারুদ- শুক্রবার সন্তান আবরাম খান জয়কে বাসায় নিজের সহকারীর কাছে রেখে হঠাৎ কলকাতায় অপুর উড়াল দেওয়া। বিষয়টি শাকিব জানার পর সন্তানের নিরাপত্তা নিয়ে এখন বেশ উদ্বিগ্ন। এ নিয়ে অপুর  অভিযোগ-

অপু বিশ্বাস : একজন উঠতি নায়িকার সঙ্গে শাকিবের বিশেষ সম্পর্কের কথা কানে আসায় তাকে বারণ করেছিলাম সে যেন ওই নায়িকার সঙ্গে আর কাজ না করে। কিন্তু সে আমার কথায় কর্ণপাত করেনি।

আমি তার অনুরোধে তার ক্যারিয়ার রক্ষায় আমাদের বিয়ে আর সন্তানের কথা দীর্ঘদিন গোপন করেছি। কিন্তু সে আমাকে যথাযথভাবে স্ত্রীর মর্যাদা দেয়নি। তাকে ভালোবেসে নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করেছি।

আর এখন সে নানা অজুহাতে আমাকে ডিভোর্স দেওয়ার চক্রান্ত করছে। একজন সংখ্যালঘুর ওপর এমন অন্যায়ের বিচার আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে চাইব। তারপরও তার কোনো অন্যায় সিদ্ধান্ত মেনে নেব না। অপু জানান, তিনি ঘরের দরজায় তালা মেরে আসেননি। ভিতরে থাকা শেলির কাছে চাবি আছে।  বিডি প্রতিদিন

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে