রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৯:৫৭:১৫

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন রণবীর

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন রণবীর

বিনোদন ডেস্ক :  বক্স অফিসে তেমন কিছু সুবিধা করতে পারেনি ‘জগ্গা জাসুস’। রণবীর কপূর নাকি তাই ঠিক করেছেন, আর কমেডি ছবি করবেনই না! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন রণবীর ? আপাতত রণবীর ব্যস্ত সঞ্জয় দত্তের বায়োপিক আর অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে।

তিনি নাকি এখন নানা রকমের চরিত্র করতে চান। বিশেষ করে ‘জগ্গা জাসুস’এর ব্যর্থতার পরে রণবীরের মনে হয়েছে, চেনা ছক ভেঙে বেরনোটা নিতান্তই দরকার।
সম্ভবত তারই প্রথম পদক্ষেপ হল কমেডি ছবি বন্ধ করে দেওয়া।

কিন্তু প্রশ্ন, ‘জগ্গা জাসুস’এরও আগে তো ‘তামাশা’র মতো ড্রামা কিংবা ‘রয়’এর মতো থ্রিলারও ফ্লপ করেছে রণবীরের! তিনি কি তাহলে রোমান্টিক কিংবা ইনটেন্স চরিত্রও আর করবেন না? নিজেই এর আগে বলেছিলেন, ছবি হিট করার কোনও ফর্মুলা হয় না। তাহলে এবার নিজে কেন ফর্মুলা মানতে চাইছেন রণবীর? --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে