রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ১০:৫৮:০০

‘আমার চেয়ে বেশি দরদি কেউ না’

‘আমার চেয়ে বেশি দরদি কেউ না’

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার রাতে অপু বিশ্বাস তার বাসায় পা পিছলে পড়ে যান। এতে তিনি পায়ে এবং কোমরে আঘাত পান। ফলে বৃহস্পতিবার সকালেই তিনি চিকিৎসার জন্য কলকাতায় যান। প্রথমে ঢাকায় চিকিৎসা নিলেও পরে কলকাতার যান। জকানা গেছে, সিজারের সেলেই ফেটে যাওয়ায় নিরুপায় হয়েই কলকাতায় যান।
কলকাতায় অপুকে একাই যেতে হয়েছে।

অপু নিজেকে এতোটাই একা দাবি করেছেন যে কলকাতায় যাওয়ার মতো কাউকে পান নি। বাধ্য হয়ে ছেলেকে রেখে গেছেন। শাকিবের বিষয়ে অপু বলেন, শাকিব দেশে আছে জানতামই না। শুনেছিলাম সে ২০ তারিখের পর ফিরবে। পরে শুনলাম সে ঢাকায়। আমি এমনই স্ত্রী যার স্বামী কখন দেশে আসে কখন দেশ ছাড়ে কোনো খবরই পাই না। সেই দোষও কী আমার।

এর আগে অপু বিশ্বাস কলকাতার যে চিকিৎসকের কাছে চিকিৎসা ও নিয়মিত চেকআপ করতেন এবারও সেই ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। অপু বিশ্বাস বলেন, মিডিয়ার অনেকেই জানেন বিষয়টি কি, কোথাকার জল কোথায় গড়াচ্ছে। এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করার অর্থ কী?

আব্রহামকে একা রেখে যাওয়ার বিষয়ে অপু বলেন, আমি তাকে  একা ফেলে আসবো কেন? আমি ছেলের মা, আমার চেয়ে বেশি দরদি কেউ নয় তার জন্য। এখন অনেকেরই দেখছি মায়ের চেয়ে মাসীদের দরদ বেশ। সবাই মুখে মুখে মায়াকান্না করে বেড়াচ্ছেন কেন আমি ছেলেকে রেখে একা আসলাম। স্বামী আছে, শ্বশুরবাড়ি আছে। কেন আমাকে একা আসতে হলো? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না কেন?

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে