রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ১১:৪২:২৯

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন ভারতের ডাক্তার

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন ভারতের ডাক্তার

বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে কলকাতায় গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। আঘাত পান কোমর ও শরীরে। সিজার করা স্থানে রক্তপাতও হয়েছে। বাধ্য হয়েই শুক্রবার সকালে কলকাতায় নিজের ব্যক্তিগত ডাক্তার দেখাতে ঢাকা ছাড়েন তিনি।

সঙ্গে ছিলেন না কেউই। ছেলে আব্রাম খান জয়কে রেখে গেছেন বাড়িতেই। ছেলেকে বাসায় একা রেখে গেছেন অপু এই খবর শুনে রেগে ছেলেকে নিজের কাছে আনতে ছুটে যান স্বামী শাকিব খান। সেখানে গিয়ে তিনি বাসা তালাবন্ধ পান। তাই দেখে নিকেতনের স্থানীয় হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘ডাক্তারের সঙ্গে আজ (শুক্রবার) সন্ধ্যায় দেখা করেছি। তিনি ওষুধ দিয়েছেন। সেইসঙ্গে দুই থেকে তিনমাস বিশ্রামের কথা বলেছেন। শনিবার রাতেই আমি ঢাকা ফিরে যেতে পারবো। আর কোনো সমস্যা নেই।’ অপু বিশ্বাসকে দুই থেকে তিনমাস বিশ্রামের পরামর্শ দিলেন ভারতীয় ডাক্তার।

চিকিৎসা তো দেশেও করানো যেত? এভাবে একা একা ছেলেকে রেখে বিদেশে না গেলে হতো না? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘কলকাতায় আমার পারিবারিক ডাক্তার রয়েছেন। যে কোনো সমস্যায় তার কাছেই আসি। বাচ্চা হবার পর প্রতি মাসে চেকাপের জন্য কলকাতায় আসি আমি।

আর যেহেতু সমস্যাটা মেয়েলি ছিলো আমি চেয়েছি গোপনে চিকিৎসা করিয়ে চলে যাবো। এর পেছনে কোনো উদ্দেশ্য নেই। আর আমি তো বলেছি, ছেলেকে আমি একা রেখে আসিনি। তার সব নিরাপত্তা, প্রয়োজনের ব্যবস্থা করেই এসেছি। ছোট্ট বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তোলা হলো কেবল আমাকে ছোট করতেই। কারণ আমি মা, আমার আবেগকে ছোট করলে আলোচনা পাওয়া যাবে।’

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে