রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০১:৪২:৪৯

এবার ‘বাংলার ভাবি’ হতে যাচ্ছেন মৌসুমী

এবার  ‘বাংলার ভাবি’ হতে যাচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক : ‘বিদ্রোহী বধূ’র পর হয়েছিলেন ‘বাংলার বউ’। এবার  ‘বাংলার ভাবি’ হতে যাচ্ছেন মৌসুমী।
পরিচালক উত্তম আকাশ জানালেন, ২৫ নভেম্বর থেকে শুটিং।

পাণ্ডুলিপিও হাতে পেয়ে গেছেন মৌসুমী।

তিনি বলেন, ‘গল্পটা খুবই ভালো, আমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। সংসারে একজন বাঙালি নারীকে কত কত ত্যাগ স্বীকার করতে হয়, নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে পরিবারের সদস্যদের কথা ভাবতে হয়—এসব নিয়েই গল্প। পাশাপাশি দেখা যাবে একজন গৃহবধূ চাইলে দেশনেত্রীও হতে পারেন। ’

‘বাংলার ভাবি’তে মৌসুমী ছাড়াও অভিনয় করবেন ওমর সানী, মিশা সওদাগর, সাদেক বাচ্চু প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে