রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৩:১৬:১৮

প্রাক্তন এই মডেলকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চাইছে তার স্বামী

প্রাক্তন এই মডেলকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চাইছে তার স্বামী

বিনোদন ডেস্ক  :  ধর্ম পরিবর্তন করানোর জন্য জোর জবরদস্তি করছে স্বামী, অভিযোগ প্রাক্তন মডেল রশ্মি শাহবেজকরের। মুম্বাইয়ের বান্দ্রার বাসিন্দা রশ্মি জানিয়েছেন, তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চাইছেন স্বামী আসিফ।

তিনি চাইছেন না ধর্মান্তরিত হতে। সে কারণে তাঁর উপর অত্যাচার করছেন আসিফ। মারধর করছেন। খুনের চেষ্টাও করেছেন। বয়সে অনেক ছোটো একজন মহিলার সঙ্গে গত তিনবছর ধরে সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের শ্বশুরবাড়িতে ডেকে আসিফের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন রশ্মি। জানিয়েছেন, তাঁদের ১২ বছরের এক সন্তান রয়েছে। সম্প্রতি ধর্ম পরিবর্তনের জন্য তাঁকে বেশি জোর করছে আসিফ। মারধর করছে। প্রমাণ হিসেবে শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখান তিনি।

তাঁর স্বামীর সঙ্গে যে মেয়ের সম্পর্ক রয়েছে তাঁকেও দেখান। তবে এবিষয়ে মুখ খোলেননি আসিফ। বক্তব্য সামনে আসেনি আসিফের পরিবারের কারোর।
আসিফের বিরুদ্ধে বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন রশ্মি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে