বিনোদন ডেস্ক : মানুসী অর্থ মানবিকতা। এবার ‘মিস ওয়ার্ল্ড’ ভারতের মানুসী শিলারের নাম তার মা-বাবা খুব ভেবেচিন্তে রেখেছিলেন। ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার প্রস্তুতির জন্য মেডিকেলের পড়া থেকে এক বছর বিরতি নিয়েছেন! এটি ছিল তার জন্য বড় ঝুঁকি।
প্রতিযোগিতার জন্য তৈরি তথ্যচিত্রে মানুষী জানান, মানুষের জীবনকে মূল্য দেওয়ার শিক্ষা মানুসী তার চিকিৎসক মা-বাবার কাছ থেকে পেয়েছেন সেই শৈশবে। এ জন্য চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সিদ্ধান্ত নেন ২০ বছর বয়সী এই সুন্দরী। ভীষণ পড়ুয়া মেয়েটি কিন্তু পড়াশোনার পাশাপাশি নাচ আর খেলাধুলায়ও পারদর্শী।
আত্মবিশ্বাসী মানুসী আরও বড় পরিসরে মানবকল্যাণে কাজ করে যেতে চান বলেই ঝুঁকিটি নিয়েছিলেন। এক বছরে নিজেকে যেমন ঝালিয়ে নিয়েছেন, তেমনি সমাজসেবাও করেছেন অনেক। শেষ পর্যন্ত প্রমাণিত হলো, পড়াশোনায় এক বছর ‘ড্রপ’ দিয়ে তিনি ভুল করেননি। দীর্ঘ ১৭ বছর পর, মানুসী ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট ভারতে ফিরিয়ে এনেছেন।
‘মিস ওয়ার্ল্ড’ আসরে যাওয়ার আগেই ‘প্রজেক্ট শক্তি’ নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন মানুসী শিলার। নারীর স্বাস্থ্য সচেতনতামূলক এ প্রকল্প নিয়ে মানুসী গিয়েছেন ভারতের ২০টি গ্রামের পাঁচ হাজার নারীর কাছে। হৃদ্রোগে আক্রান্ত মানুষদের নিয়েও ভবিষ্যতে কাজ করার ইচ্ছা তার। কার্ডিয়াক সার্জন হওয়ার জন্য অনেক আগেই মনস্থির করে রেখেছেন।
ভারত থেকে এর আগে যে কজন সুন্দরী বিশ্ব আসর থেকে মুকুট ছিনিয়ে এনেছেন, তাদের বেশির ভাগই বলিউডে নাম লিখিয়েছেন। এই দলে আছেন সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চন, লারা দত্ত, যুক্তামুখী, প্রিয়াঙ্কা চোপড়া।
মানুসীর তো রূপ কম নয়, আর শিল্পের সঙ্গে তার সম্পর্ক স্কুলে ভর্তির আগে থেকে। এমনকি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের পাঠ নেওয়া আছে তার। তাহলে কী বলিউড আরেকজন ‘মিস ওয়ার্ল্ড’কে নায়িকা হিসেবে পেতে যাচ্ছে? না, মানুসীর বলিউডে আসার কোনো ইচ্ছা নেই।
কারণ, এই সুন্দরী মনে করেন, ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার মানেই বলিউডে প্রবেশপথ তৈরি নয়, বরং এ খেতাব পাওয়ার মানে যেকোনো কাজ করার সুযোগ পাওয়া। তাই বলিউডের জৌলুশে ভরা জগতে নয়, মানুসীকে হয়তো ব্যস্ত থাকতে দেখা যাবে ভারতের কাদা-জলমাখা প্রত্যন্ত কোনো গ্রামের নারী ও শিশুদের নিয়ে।
নিজের স্কুল-কলেজে ভীষণ জনপ্রিয় মানুসী শনিবার বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পর ইনস্টাগ্রামে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের দেশকে গর্বিত করতে পেরে মানুসী অনেক আনন্দিত। আর উচ্ছ্বসিত জীবনে একটি নতুন যাত্রা শুরু করছেন বলে।
প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতা রিটা ফারিয়া পেশায় চিকিৎসক ছিলেন। তিনি ১৯৬৬ সালে এই মুকুট জেতেন। ছোটবেলা থেকে সাবেক মিস ওয়ার্ল্ড রিটা ফারিয়া আর নিজের মা নীলম শিলারকে নিজের আদর্শ মনে করেন মানুসী শিলার। রিটা ফারিয়া এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয় করেন।
এমটিনিউজ/এসএস