রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৮:৩৬:২২

যে কারণে মুক্তি পাচ্ছে না ‘পদ্মাবতী’

 যে কারণে মুক্তি পাচ্ছে না ‘পদ্মাবতী’

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন বলেছিলেন, ‘পদ্মাবতী’কে রুখতে পারবে না কেউ। আর সঞ্জয় লীলা বনশালীর সিনেমাকে রুখতে হরতালসহ নানা ধরণের আক্রমণাত্মক হুমকি দিয়ে আসছিলো বিরোধীপক্ষ। তবে প্রাথমিকভাবে নতি স্বীকার করলেন বনশালীরা। সিনেমাটির মুক্তি নির্ধারিত তারিখ পয়লা ডিসেম্বরে আর হচ্ছে না।

সিনেমাটির প্রযোজনা ও পরিবেশক সংস্থা ভায়াকম এইটিন-এর এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন হিন্দুস্তান টাইমসকে।

এক বিবৃতিতে তারা বলেছে, চলমান সমস্যা মেটার পর ‘পদ্মাবতী’র নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

শুরু থেকেই সিনেমাটিতে চিতোরের রানি পদ্মিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও ইতিহাস বিকৃত করার অভিযোগে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আসছিলো উগ্রবাদী রাজপুত সংগঠন করনি সেনা। ভারতের জয়পুর, পাটনা, লখনৌ, এলাহাবাদ, বেঙ্গালুরু এবং ভূপালে এ নিয়ে প্রতিবাদ সভাও করে তারা। সর্বশেষ পয়লা ডিসেম্বর ‘পদ্মাবতী’ মুক্তির দিন দেশজুড়ে হরতাল ডাকে তারা।

এছাড়াও ‘পদ্মাবতী’ মুক্তি পেলে দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি দেয় তারা।

এদিকে ভারতের সেন্সরবোর্ডে ‘পদ্মাবতী’র আবেদন অসম্পূর্ণ বলে জানিয়েছে সেন্সর কর্তৃপক্ষ। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এব্যাপারে এক সূত্র জানিয়েছে আবেদনপত্র অসম্পূর্ণ হওয়ায় সিনেমাটি দেখেননি তারা। -হিন্দুস্তান টাইমস
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে