বিনোদন ডেস্ক : নাচ এবং অভিনয়ই তার ধ্যান-জ্ঞান। স্বপ্ন তার আকাশ ছোঁয়া। বলছি 'ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তাহমিনা অথৈ কথা।
মা-বাবার দু'সন্তানের মধ্যে বড় অথৈ নাট্যকলায় পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন দেখছেন অভিনয়ের প্লাটফর্মে নিজের ডানা মেলতে।
গত শনিবার সময়নিউজের লাইভ অনুষ্ঠান 'তারুণ্যের সময়ে' উপস্থিত হয়ে সঞ্চালক সাব্বির সামির বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অথৈ। দর্শকদের সঙ্গে শেয়ার করেন তার ব্যক্তিজীবন, লাইফস্টাইল, পড়া-লেখা, চাওয়া-পাওয়াসহ শৈশবের বিভিন্ন স্মৃতি।
ব্যবসায়ী মো. আলী আকবরের দু'সন্তান অথৈ ও সাকিব। মা শাহনাজ বেগম পেশায় একজন হাউজ ওয়াইফ হলেও তারই প্রেরণা ও সহযোগীতার ফলেই অথৈয়ের এ অর্জন।
৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই সুন্দরীর ওজন ৫৭ কেজি। কুমিল্লার চান্দিনায় গ্রামের বাড়ি হলেও অথৈয়ের জন্ম ও বেড়ে ওঠা রাজধানীতে। তার শৈশবসহ স্কুল-কলেজের সমস্ত স্মৃতিই রাজধানীকে ঘিরে। পরবর্তীতে লেখাপড়ার জন্য অথৈকে অবস্থান করতে হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।
অথৈ বলেন, 'আমি খাদ্য প্রিয় মানুষ। তবে জাঙ্ক ফুড বেশি খাওয়া হলেও ভাতের বিষয়ে আমি পরিমিত। তবে এখন নিজেকে আরো একটু তৈরি করতে আমাকে অনেক বেশি সবজি খেতে হবে।'
অথৈ আরো বলেন, 'আমি খুবই আত্মবিশ্বাসী। আমি জানি আমার মধ্যে কি আছে আর কি নেই। আশা করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি ভালো কিছু করতে পারবো।'
উল্লেখ্য, গত ২৮ বছর ধরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এবার ১৯ ডিসেম্বর কম্বোডিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটির ২৯তম আসর।
বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১০০ মিস ইউনিভার্সিটি ১৯ ডিসেম্বর চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবেন। আর বাংলাদেশ থেকে এবার অংশ নেবেন অথৈ। জাতিসংঘ তাদের পিস কিপিং প্রজেক্টে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস