সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০১:০৪:১২

‘আমি সানি লিওনকে চাই’

‘আমি সানি লিওনকে চাই’

বিনোদন ডেস্ক :  পরিচালক রাজীব ওয়ালিয়ার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’ মুক্তি পাবে ২৪ নভেম্বর। ছবিতে প্রথমবার সানি লিওনের সঙ্গে অভিনয় করলেন আরবাজ খান। বলিউড ডিভা সানি লিওনের সঙ্গে কাজ করে কেমন লাগল? ‘তেরা ইন্তেজার’ ছবিতে সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন আরবাজ খান।

‘তেরা ইন্তেজার’ ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার কাজ করার জন্য সানি লিওনকে চাই।’ এর আগে একটি সাক্ষাত্‌কারে আরবাজ খান জানিয়েছিলেন যে, আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং থ্রি’-এর শ্যুটিং। ‘দাবাং থ্রি’তে কি দেখা যাবে সানি লিওনেকে?

প্রসঙ্গে আরবাজ বলেন, ‘যখন মালাইকা দাবাংয়ে অভিনয় করেন, ওর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। যখন করিনা দাবাং টু-তে অভিনয় করেন, ওর জনপ্রিয়তাও বেড়ে যায়। তাই যেই দাবাংয়ের অংশ হয়েছেন, তাঁরই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।

আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, ওর ক্ষেত্রেও তাই হবে। আমরা ছবির গল্প, চরিত্র, পরিস্থিতি আগে দেখি। যদি সানি চরিত্রের সঙ্গে ফিট করে যায়, তাহলে আমরা ওর সঙ্গে অবশ্যই কাজ করব।’ --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে