সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৯:২৩:৪৪

দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির সাথে এবার সালমান খান!

দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির সাথে এবার সালমান খান!

বিনোদন ডেস্ক : সৌরভ গাঙ্গুলি তো রয়েছেনই। তাঁর সঙ্গে যদি সালমান খানকে দেখা যায় ছোট পর্দায়, তাহলে কেমন হয়? দাদাগিরির দর্শকদের জন্য সুখবর।

দাদাগিরির সেটে আসছেন সালমান। শোয়ের গ্র্যান্ড ফিনালে এপিসোডে দেখা যাবে তাঁকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২১ ফেব্রুয়ারি কলকাতায় দাদাগিরির শুটিং করতে যাচ্ছেন তিনি। গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। অর্থাৎ, সৌরভের সঙ্গে একমঞ্চে দেখা যাবে সালমানকে।

একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌরভ। তবে, সালমানের সঙ্গে একমঞ্চে কোনওদিন দেখা যায়নি তাঁকে। স্বাভাবিকভাবেই সালমানের সঙ্গে কাজ করার সম্ভাবনায় খুশি তিনি। এ প্রসঙ্গে বলেছেন, এর আগে কোনওদিন সালমানের সঙ্গে কাজ করেননি।

দাদাগিরির সেটে একসঙ্গে কাজ করবেন। ভালো অভিজ্ঞতা হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

এ নিয়ে দাদাগিরির পরিচালক শুভঙ্কর চক্রবর্তী জানান, বলিউডের কোনও বড় মাপের অভিনেতাকে গ্র্যান্ড ফিনালেতে আনার পরিকল্পনা নিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় সালমান খানের নাম ঠিক হয়। সালমানের সঙ্গে কথাবার্তা হয়েছে। সবকিছু ফাইনাল হয়েছে। আশা করি এই বারের দাদাগিরির ফাইনাল দর্শকের মন জয় করবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে