সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৯:৩৫:৩২

প্রস্তুতি নিচ্ছেন শাবনুর

প্রস্তুতি নিচ্ছেন শাবনুর

বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় মুখ শাবনুর। নব্বই দশকের  পর্দা কাঁপানো তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে।সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে। আর এরপরই চলে যান অস্ট্রেলিয়ায়।

২০১৩ সালে এই নায়িকা প্রথমে খবর দেন তিনি তার সহকর্মী অনিককে বিয়ে করেছেন।সেই খবরের রেশ কাটতে না কাটতেই ২০১৩ সালের ডিসেম্বরের শেষের দিকে আরও বড় খবর নিয়ে ভক্তদের সামনে হাজির হন এই নায়িকা। পুত্র সন্তানের মা হন তিনি। এরপর থেকেই তার দেশে আসা নিয়ে উৎকণ্ঠিত থাকেন ভক্তরা। শেষ পর্যন্ত গত বছরের মাঝামাঝিতে চুপিসারে সন্তান আইজানকে নিয়ে দেশে ফেরেন এই নায়িকা।

ফের চলচ্চিত্রে সরব হচ্ছেন নায়িকা শাবনূর। তার ভক্তরাও এই খবরে বেশ আনন্দিত।

কিন্তু অনেক দিন বড় পর্দা থেকে দূরে থাকা এ অভিনেত্রী বেশ মুটিয়ে গেছেন। তাই এভাবে বড়পর্দায় হাজির হতে চান না তিনি। নিজেকে ফিট করতে নিয়মিত ব্যায়াম করছেন। দৈনিক খাবারেও এনেছেন পরিবর্তন। পর্দায় আসার আগে নিয়মিত ডায়েটিং করছেন। শাবনূর বলেন, জানি না কতখানি ওজন কমাতে পারব। তবে আমি প্রস্তুতি নিচ্ছি।

অনেকদিন ধরেই চেষ্টা করছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের খাদ্যতালিকা প্রস্তুত করেছি। খুব শিগগিরই শুটিংয়ে ফেরার আভাস দিলেন শাবনূর।

আরও আগেই ফেরার কথা ছিল তার। কিন্তু শুটিংয়ের জন্য নিজেকে এর মধ্যে প্রস্তুত করতে পারেননি বলে জানিয়েছেন। এ মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। সেভাবেই পরিচালকের সঙ্গে বসে শিডিউল সাজিয়েছেন।

শাবনূর বলেন, আরো আগেই কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত হই। এতে প্রায় এক মাস ভুগেছি। এখন অনেকটা ভালো। শাবনূর আরো বলেন, ২০১১ সালে পাগল মানুষ নামের একটি ছবিতে সবশেষ কাজ শুরু করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছবির পরিচালক এম এম সরকার মারা যান। এরপর দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। শেষ পর্যন্ত গত বছরের শেষ দিকে পরিচালক বদিউল আলম খোকনের সহযোগিতায় ছবিটির কাজ নতুন করে শুরু হয়। ওই সময় শেষ শুটিং করেছি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে