বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭:৫১

নায়িকার জামা ছেঁড়ার হুমকি থেকে ঘনিষ্ঠ দৃশ্য!

নায়িকার জামা ছেঁড়ার হুমকি থেকে ঘনিষ্ঠ দৃশ্য!

বিনোদন ডেস্ক: বিতর্ক না থাকলে তা 'বিগ বস' নয়। অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই 'বিগ বস '-এর সঙ্গী বিতর্ক। বিতর্কিত বিভিন্ন বিষয় প্রায়ই নজর কেড়েছে দর্শকদের। তবে এবার সেই বিতর্কিত ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায়, ক্রমাগত ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নজরে পড়ে চলেছে।

সাম্প্রতিক বিগ বস-এ বন্দগী শর্মা ও পুনিশ কালরার ঘনিষ্ঠ দৃশ্য ক্রমেই পারিবারিক অনুষ্ঠানের পক্ষে আপত্তিজনক হয়ে উঠছে। ক্রমেই তাদের রোমান্স জমে ক্ষীর হচ্ছে। এর সঙ্গে আবার ঝগড়াঝাঁটি নিয়ে মেতে থাকা আর্শি, কোনও এক কথোপোকথোনের মধ্যে রাগের জেরে বলে বসেছেন তিনি তার জামা ছিঁড়ে ফেলবেন!

সূত্রের খবর এরকম চলতে থাকলে, খুব শিগগিরিই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চিঠি যাবে বিগ বস কর্তৃপক্ষের কাছে। মনে করা হচ্ছে রাত ১১টার শো-তে পাঠানো হবে 'বিগ বস'কে। -ওয়ান ইন্ডিয়া.কম।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে