বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৬:১৮:৪৩

তিনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি মডেল

তিনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি মডেল

বিনোদন ডেস্ক: একদশকেরও  বেশি সময় ধরে থাকা রেকর্ড ভেঙে বিশ্বের সব থেকে দামি মডেলের খেতাব জিতলেন আমেরিকান মডেল কেন্ডাল জেনার। ব্রাজিলিয়ান মডেল গিজেল বুনচেনের রেকর্ড ভেঙে এবার ফোর্বসের এক নম্বর মডেল হিসেবে উঠে এসেছেন ২২ বছর বয়সী কেন্ডাল।
ফোর্বস এর জরিপ অনুযায়ী, ২০১৭ সালে মডেল হিসেবে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন কেন্ডাল। এ বছর তার উপার্জিত পারিশ্রমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা। অ্যাডিডাস, এস টি লউডা, লা পেরলার মতো সংস্থার এনডোরসমেন্ট আছে  কেন্ডালের।
সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে টম ফরড, অ্যালেজান্ডার ওয়াং সহ একাধিক নামি ফ্যাশন ডিজাইনারের সঙ্গেও কাজ করেছেন তিনি।
এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে