বিনোদন ডেস্ক : কয়েকমাস আগে সালমান খানকে নিয়ে একটি ডান্স ফিল্ম পরিচালনা করার কথা ভেবেছিলেন রেমো ডিসুজা| ফিল্মের গল্প এক বিপত্নীক বাবা ও তার মেয়েকে নিয়ে| বিপত্নীক সেই চরিত্রে নিজের ন'বছর বয়সী মেয়ের সঙ্গে একটি ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার কথা তার বাবার|
এই ছবিতে সলমনকেইই ভীষণভাবে চেয়েছিলেন রেমো| সালমান কিন্তু প্রথম থেকেই সেই চরিত্রে অভিনয় করতে ইতঃস্তত করছিলেন| কারণ প্রথমতঃ তিনি নাচে সেভাবে পটু নন আর তাছাড়াও ছবির চরিত্রের তুলনায় তার নিজের বয়স অনেক বেশি|
এরপর প্রযোজক রমেশ তুরানি যখন সালমানকে রেস-৩ অফার করেন সঙ্গে সঙ্গে আর এক মুহূর্তও দেরি করেননি তিনি। রেস-৩ তেও সালমানকে রেমোর কোরিওগ্রাফিতে কাজ করতে দেখা যাবে| নাচের কিছু অংশ থাকলেও তা পুরোপুরি 'ডান্স ফিল্ম' নয়|
এদিকে, সালমান না করে দেওয়ায় রেমো ভাবছিলেন কাকে নেওয়া যায় সেই চরিত্রে| সালমান নিজেই নাকি তখন বরুণের নাম সাজেস্ট করেন| এরপর রেমো বরুণকে চরিত্রটি অফার করায় সঙ্গে সঙ্গে নাকি রাজি হয়ে যান বরুন| সালমানেরও নাকি মনে হয়েছিল চরিত্রটির জন্য বরুণ একেবারে ঠিকঠাক হবে|
এমটিনিউজ/এসএস