বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৬:৩৯:৪৭

দুই তরুণের স্বপ্ন পূরণে শাকিব খান

দুই তরুণের স্বপ্ন পূরণে শাকিব খান

বিনোদন ডেস্ক: দেশের তারকা অভিনেতা শাকিব খান। সিনেমার এই দর্শক খরার দিনেও শাকিবের নামে এখনো হাজার হাজার মানুষ টিকেট কেটে ছবি দেখেন। আর সে কারণে নির্মাতা, প্রযোজকরা এখনো শাকিবে ভরসা রাখতে বাধ্য। বেশীর ভাগ সময় প্রতিষ্ঠিত নির্মাতার ছবিতে শাকিবকে দেখা গেলেও ইদানিং তরুণ নির্মাতাদের সঙ্গেও কাজ করতে দেখা যাচ্ছে শাকিবকে। আর এবার তার ইচ্ছাতে রীতিমত যেন স্বপ্ন পূরণ হল সবে সিনেমায় হাতেখড়ি দুই তরুণের!

বাংলা সিনেমা বানাতে চান, অথচ শাকিবকে হিরো হিসেবে কল্পনা করেন না এমন নির্মাতা অন্তত মেইনস্ট্রিম সিনেমায় খুঁজে পাওয়া দুস্কর। অনেকের আবার সাধ থাকলেও শাকিবকে নিয়ে সাধ্যি কোলায় না সিনেমা করার, আবার অনেকেই শাকিবের নাগালই পান না। তবে সিনেমায় একেবারে আনকোরা দুই তরুণ সাধ আর সাধ্যির সম্মিলন ঘটিয়ে নিজেদের প্রথম ছবিতেই নায়ক হিসেবে চূড়ান্ত করেছেন শাকিবকে। আর এ কারণে বেশ উচ্ছ্বসিত তারা।

হ্যাঁ। বলছিলাম শাকিব-ববির ‘নোলক’ ছবিটির পরিচালক ও প্রযোজক দুই তরুণের কথা। যে দুজনই সিনেমায় একেবারে নতুন। একজন ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’ -এর সত্ত্বাধিকারী সাকিব সনেট, এবং অন্যজন নবীন নির্মাতা রাশেদ রাহা। ‘নোলক’ ছবিতে শাকিবকে কাস্ট করতে পেরে দুজনই নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। নির্মাতা বললেন, নোলক ছবির গল্প শোনার পর যখন শাকিব ছবিটি করতে রাজি হল তখনই নাকি তারা একটা স্বপ্নকে স্পর্শ করার অনুভূতি পেয়েছেন।

অন্যদিকে তরুণদের প্রশংসা করতেও পিছপা হননি শাকিব। গত দুয়েক বছরে বেশকিছু নবীন নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি হিমেল আশরাফ নামের তরুণ নির্মাতার জন্য ‘প্রিয়তমা’ নামে একটি ছবিও প্রযোজনা করছেন। ছবিতে তিনি অভিনয়ও করবেন। আর এরমধ্যে এবার একেবারে আনকোরা নির্মাতা ও প্রযোজকের সঙ্গে ‘নোলক’ করতে যাচ্ছেন তিনি।

‘নোলক’ একটি আধুনিক ও মানসম্মত বাংলা সিনেমা। যুগের সাথে তাল মিলিয়ে যে ভালো বাংলা সিনেমা নির্মাণ করা যায় এটি হতে যাচ্ছে তার দৃষ্টান্ত, এবং সেটা তরুণরাই করে দেখাতে পারে। অন্তত এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ছবির কেন্দ্রীয় চরিত্র শাকিব খান। মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘নোলক’-এর মহরত অনুষ্ঠানে এভাবেই ছবির নির্মাতা ও প্রযোজককে উৎসাহ দেন শাকিব। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, ববি, চিত্রপরিচালক কাজী হায়াৎ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ অনেকে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে