বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৯:২৯:০২

আবারও স্ব-ছন্দে ফিরেছেন সেই সুজানা

আবারও স্ব-ছন্দে ফিরেছেন সেই সুজানা

বিনোদন ডেস্ক : জীবনের নানা ছন্দ-পতনের পর আবারও ছন্দে ফিরেছেন আলোচিত মডেল অভিনেত্রী সুজানা জাফর। সকল ঝর-ঝঞ্জা পিছনে ফেলে তিনি আবারও ব্যস্ত হয়েছেন অভিনয়ে। যার ফলে তিনি অর্ধ ডজন ধারাবাহিকে কাজ করছেন। তার অভিনীত এ ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- 'গন্তব্য নিরুদ্দেশ', 'অপূর্বা', 'অতিথি পাখি', 'ঘোমটা', 'গেইম', 'তিনকন্যা' ইত্যাদি। এছাড়া সুজানা ঈদুল আজহা ও ঈদুল ফিতরের মতো বিশেষ দিনগুলোর জন্য নির্মাতাদের চাহিদা সম্পন্ন অভিনেত্রীতে পরিণত হয়েছেন। সম্প্রতি অভিনয় ছাড়াও সুজানা কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেও আলোচনায় এসেছেন। এরই মধ্যে তার 'আড়াল', 'মানে না মন', 'ভালো লাগে না' মিউজিক ভিডিওগুলো দারুণ প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি 'ঘুম হয়ে' শীর্ষক একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এ ভিডিওতে সুজানা নিজেকে বেশ আবেদনময়ী বেশে মেলে ধরেছেন। এরপর থেকেই প্রতিনিয়তই চিত্রনির্মাতারা তার কাছে চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে আসছেন। তবে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত না করে চলচ্চিত্রে নাম লেখাতে একেবারেই নারাজ সুজানা। সুজানা বলেন, 'এখন অভিনয়টাকে প্রফেশনালি নিয়েছি। তাই চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা আছে। তবে এখনই হুট করে বড়পর্দায় নাম লেখাতে চাই না।' ক্যারিয়ার প্রসঙ্গে সুজানা বলেন, 'ক্যারিয়ারের শুরু থেকেই আমি মানসম্পন্ন বিজ্ঞাপনে মডেলিং, নাটক, টেলিছবি এবং মিউজিক ভিডিওতে কাজ করে সব শ্রেণির দর্শকের সমান গ্রহণযোগ্যতা লাভ করেছি। এছাড়া এখনো নাটকে চ্যালেঞ্জিং সব চরিত্রে রূপদান করে অভিনয়ে সিদ্ধহস্ত হচ্ছি। তাই মিডিয়ায় এই দীর্ঘ ১৪ বছরে আট-দশটা তারকার তুলনায় কাজ কিছুটা কম করলেও মান সম্মত অভিনয়ের জন্যই আমার দর্শকপ্রিয়তা এখনো অক্ষুণ্ন রয়েছে। ভবিষতেও আমি এ ধারাবাহিকতা ধরে রাখতেই চাই।' ২০০১ সালে সুজানা বিজ্ঞাপনের মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পদচারণা শুরু করেন। তবে ২০০৫ সালে নির্মাতা অমিতাভ রেজার বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজ করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুজানা কখনই গতানুগতিক কাজে গা ভাসিয়ে দেননি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি ৩৫টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে