বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৯:৫৮:৪৯

অবশেষে রহস্য উন্মোচিত হলো ভাইরাল হওয়া সেই সুন্দরী পুলিশ অফিসারের প্রকৃত তথ্য

অবশেষে রহস্য উন্মোচিত হলো ভাইরাল হওয়া সেই সুন্দরী পুলিশ অফিসারের প্রকৃত তথ্য

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অপরূপ সুন্দরী এই পুলিশকর্মীর ছবি। জানা গিয়েছে, এই অফিসারের নাম হরলীন কৌর, ইনি ভারতের পাঞ্জাব পুলিশের এসএইচও। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ- সর্বত্র শেয়ার হচ্ছে তার ছবি।

পাঞ্জাব পুলিশ ইউনিফর্ম পরা এই সুন্দর মহিলা অফিসার দেখে অবাক হয়ে যায় অনেকেই। সকলেই তার কাছে গ্রেফতার হওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকে। এর থেকে বোঝা যাচ্ছে এখনও এমন অনেক মানুষ আছে যারা মেয়েদের সৌন্দর্য অনুযায়ী তাদের বিবেচনা করে।

অবশেষ তাদের মোহ ভঙ্গ হওয়ার খবর এলো। রহস্য উন্মেচিত হলো এই ছবির। আসলে এই ছবি কোনও পুলিশ অফিসারের নয়, এটি অভিনেত্রী কাইনাত অরোরার ছবি। আগামী ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন তিনি। সেই ছবিই শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কাইনাত নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে পুলিশের পোশাকে ছবি পোস্ট করেছেন। বলিউডে খুব একটা সাফল্য পাননি কাইনাত। তবে পাঞ্জাবি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতে তিনি পরিচিত নাম। যখন তিনি জানতে পারেন ভুল কারণে তার ছবি ভাইরাল হচ্ছে।

তখন তিনি তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান- “জগগজুণ্ডে সিনেমায় হারলেইন মান আমার চরিত্রের নাম। আমার ফোনের মেমরি ভরে গেছে গ্রেপ্তার করার বার্তা ও কৌতুকে। আমি আসল পুলিশ নয়। তিনদিন ধরে এই ছবি ভাইরাল হচ্ছিল।”

এর আগে, রণদীপ হুডা ও রিচি চাড্ডা অভিনীত হিন্দি ছবি ‘মায় আউর চার্লস’ দেখা যায় কাইনাত অরোরাকে। ২০১৪ সালে 'গ্র্যান্ড মাস্তি' ছবিটিতে অভিনেতা বিবেক ওবেরযয়ের সঙ্গে বৃষ্টিস্নাত গানের দৃশ্য জমিয়ে তুলতে পেরেছেন নবাগতা কাইনাত অরোরা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে