বিনোদন ডেস্ক: দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া নায়িকার তালিকায় তার অবস্থান শীর্ষে। হালের ক্রেজ ববিকে কোনো সিনেমায় কাস্ট করার জন্য প্রযোজকদের ছবি প্রতি গুনতে হয় ১০ লাখ টাকা! এর নিচে কোনোভাবেই নামছেন না তিনি।
সম্প্রতি ‘নোলক’ ছবিতে শাকিব খান ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই এই ছবির নায়িকা ববির পারিশ্রমিকের বিষয়টি উঠে আসে। তবে পারিশ্রমিকের বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী নন এ নায়িকা।
মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা রাশেদ রাহা। এ সময় ববি বলেন, ‘নোলক’ আমার স্বপ্নের একটি ছবি হতে যাচ্ছে। খুব মিষ্টি একটা মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুটিং হবে হায়দারাবাদে।
তিনি আরো বলেন, আমার সঙ্গে রয়েছেন শাকিব খান। তার সঙ্গে আগের ছবিগুলো দর্শক গ্রহণ করেছেন। এই ছবিটিও সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখবে আশা করছি।
‘ফুল অ্যান্ড ফাইনাল’ খ্যাত নায়িকা বলেন, আমি ভালোবাসা থেকে ফিল্ম করি। প্রতিদিনই নতুন নতুন ছবির অফার আসে। কিন্তু আমি চাই দর্শকদের ভালো ছবি উপহার দিতে। সেই হিসেবে কাজটাও খুব কম করা হয়ে থাকে।
তিনি আরো বলেন, কোনো গল্প যদি আমার পছন্দ হয়; আমাকে ভীষণ মুগ্ধ করে। আমার কাছে যদি মনে হয়, ছবিটি অস্কার পাবার সামর্থ্য রাখে তাহলে কোনোরকম পারিশ্রমিক ছাড়াই কাজটি করব।
‘নোলক’ ছবির মহরতে তরুণ নির্মাতার চলচ্চিত্রে অভিনয়ের প্রসঙ্গে শাকিব খান বলেন, বলিউডের সুপারস্টাররাও এখন তরুণদের ওপরই ভরসা রেখে ভালো ভালো ছবি উপহার দিচ্ছেন। তরুণরা যুগের চাহিদা ও দর্শকদের রুচিকে প্রাধান্য দিতে পারে। তাই নতুন নির্মাতাদের মাধ্যমে আগামীতে বাংলা ছবি অনেক দূর যেতে পারবে। তাই আমি নতুন নির্মাতাদের ওপর ভরসা রাখছি।
নোলক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা ওমর সানী-মৌসুমীকে। এছাড়াও নানা চমক থাকছে বলে জানান নির্মাতা।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস