শুভেচ্ছা দূত হলেন অনন্ত জলিল
বিনোদন ডেস্ক : এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস সম্মেলনের (আইক্যাপ) শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল।
আগামী ২০শে নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক এ সম্মেলন। গত ৭ই নভেম্বর এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিলকে আনুষ্ঠানিকভাবে আইক্যাপ ১২ এর শুভেচ্ছা দূত ঘোষণা করা হয়েছে।
এদিন বিকালে রাজধানীর সোনাগাঁও হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইক্যাপ ১২ কনসালট্যান্ট ডা. অনুপম হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর রশীদ, আইক্যাপ ১২ এর কো-চেয়ার অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত, সেক্রেটারি জেনারেল ডা. জো থমাস, ইউএন এইডসের কান্ট্রি কো-অর্ডিনেটর লিও কেনি, আইক্যাপ ১২ এর কো-অর্ডিনেটর টিম জাহিদ হোসেন এবং অনন্ত জলিল।
এর আগে আইক্যাপের শুভেচ্ছা দূত হিসেবে আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মাল্টি বিলিয়নিয়ার বিল গেটসসহ পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিদের দেখা গিয়েছিল। বাংলাদেশ থেকে এবারই প্রথম অনন্ত জলিল এ সংগঠনটির শুভেচ্ছা দূত হলেন।
১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�