বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১১:৫৭:৫৮

‘কৃষ্ণকলি’ বলবে কালো মেয়ের গল্প

‘কৃষ্ণকলি’ বলবে কালো মেয়ের গল্প

বিনোদন ডেস্ক : গায়ের রঙ কালো হলে মেয়েদের যে রকম বিড়ম্বনায় পড়তে হয় সে বিড়ম্বনার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘কৃষ্ণকলি’। আরটিভিতে প্রচারিত ভিন্ন ভিন্ন গল্পের ধারাবাহিক নাটক ‘অনাকাঙ্খিত সত্য’র এবারের পর্বে থাকছে এ নাটকটি। ‘অনাকাঙ্খিত সত্য’ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে। সাধারণত আমাদের সমাজের শ্যামা বা কালো নারীদের নানাভাবে বঞ্চিত করা হয়। নানা অপমান সহ্য করতে হয় তাদের শুধু তার গায়ের রঙ কালো বলে। কিন্তু তার হৃদয়, মায়া, মাধুর্য কোনো কিছুতেই দশটা ফর্সা মেয়ের চেয়ে কম নয়। ভালোবাসায় সেও জয় করে নিতে পারে অনেক কিছু। এমন গল্পই তুলে ধরা হয়েছে নাটক ‘কৃষ্ণকলি’তে। এতে অভিনয় করেছেন, ঈশিকা, তৌসিফ। এটির সঞ্চালনায় আছেন শাহ্জালাল সবুজ। নাট্যরূপ শ্রাবনী ফেরদৌস। পর্ব পরিচালনায় শুভ্র খান এবং ধারাবাহিকটির পরিচালনা করেছেন ডিএ তায়েব। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে