শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ০৪:১১:৫০

ফের বিয়ের পিঁড়িতে হিমেশ রেশমিয়া, কাকে বিয়ে করছেন জানেন?

ফের বিয়ের পিঁড়িতে হিমেশ রেশমিয়া, কাকে বিয়ে করছেন জানেন?

বিনোদন ডেস্ক : ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক, সুরকার হিমেশ রেশমিয়া? আগামী বছরেই নাকি তাকে ফের দেখা যেতে পারে বরের বেশে। বি-টাউনে কান পাতলে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

কয়েক মাস আগেই স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি হয়েছে বলিউডের এই জনপ্রিয় সুরকার, গায়ক এবং অভিনেতার। সেই সময় বিভিন্ন মহলে খবর রটেছিল টেলিভিশন অ্যাঙ্কর সানিয়া কাপূরের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কই নাকি এই বিচ্ছেদের কারণ। যদিও, হিমেশ এবং কোমল দু'জনেই সেই কথা অস্বীকার করেছিলেন।

হিমেশের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামী বছরেই নাকি বান্ধবী সানিয়াকে বিয়ে করতে পারেন তিনি। তার পরিবারের পছন্দের তালিকাতেও নাকি রয়েছেন সানিয়া। হিমেশের ছেলে সায়মের সঙ্গেও সানিয়ার সম্পর্ক নাকি খুবই ভাল।

হিমেশের স্টুডিওতেও অবাধ যাতায়াত রয়েছে সানিয়ার। তবে বিয়ের কথা শুনলেই নাকি রেগে যাচ্ছেন হিমেশ। মুখ খুলছেন না সানিয়াও। সব মিলিয়ে চার হাত এক হয় কি না, সেটাই এখন দেখার।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে