রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ১২:৩৬:০১

একসঙ্গে একাধিক ছবিতে ওমর সানী-মৌসুমী ও শাকিব খান

একসঙ্গে একাধিক ছবিতে ওমর সানী-মৌসুমী ও শাকিব খান

কামরুজ্জামান মিলু : ওমর সানী ও মৌসুমী জুটি হয়ে অসংখ্য জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এদিকে শাকিব খান বর্তমানে ঢালিউডের শীর্ষ নায়ক। চলতি বছর লক্ষ্য করলে দেখা যাবে ওমর সানী, মৌসুমী ও শাকিব খান একসঙ্গে বেশকিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

গত কয়েক বছর ধরে প্রযোজক ও পরিচালকরা অনুধাবন করেন যে, আগের মতো মাল্টিকাস্টিং গল্পের ছবি দর্শকদের আবার উপহার দিতে হবে। এর মানে সোজা ভাষায়, সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গল্প সাজাতে হবে। তাহলে নতুন ছবি দেখতে দর্শকরা আরো বেশি উৎসাহিত হবেন।  

আগে এ ধরনের গল্পের ছবি নির্মাণ হলেও বর্তমানে এর সংখ্যাটা কম। তবে পরিচালক উত্তম আকাশ তার পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে শাকিব খান, ওমর সানী ও মৌসুমীকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিচালনায় দুটি ছবিতে কাজ করছেন ওমর সানী ও মৌসুমী। ছবি দুটির নাম ‘আমি নেতা হব’ এবং ‘ চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

এ প্রসঙ্গে পরিচালক উত্তম আকাশ বলেন, গল্পের প্রয়োজনে ওমর সানী ও মৌসুমীকে নতুন ছবিগুলোতে নেয়া হয়েছে। এসব ছবিতে তারা শুধু জুটি হিসেবে না ভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন। আর শাকিব খান আমার ছবিগুলোতে প্রধান চরিত্রে কাজ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে গল্পেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। আর সেই কারণেই সানী, মৌসুমী ও শাকিব খানসহ অন্যরা কাজ করছেন।

প্রসঙ্গত, উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হব’ ছবির কাজ এরইমধ্যে শেষ করেছেন ওমর সানী ও মৌসুমী। এরপর একই পরিচালকের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে নতুন ছবিতে কাজ নিয়ে এখন ময়মনসিংহ অবস্থান করছেন তারা। সেখান থেকে ফিরে রাশেদ রাহার পরিচালনায় ‘নোলক’ ছবিতে কাজ করবেন। আর এ ছবিতেও ওমর সানী, মৌসুমীর পাশাপাশি অভিনয় করবেন শাকিব খান ও ববি।

ওমর সানী বলেন, বর্তমান সময়ের বেশকিছু ছবিতে আমি, মৌসুমী ও শাকিব কাজ করছি। শাকিবের বিপরীতে ‘আমি নেতা হব’ ছবিতে বিদ্যা সিনহা মিম, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে শবনম বুবলী ও ‘নোলক’ ছবিতে ববি কাজ করছেন। গল্পের সঙ্গে চরিত্রের মিল রেখে ভিন্নভাবে পরিচালক মৌসুমী, শাকিব ও আমাকে উপস্থাপন করার চেষ্টা করছেন। আমিও সেভাবে কাজ করে যাচ্ছি। আশা করি, ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।

মৌসুমী বলেন, মাল্টিকাস্টিং ছবির গল্প বলিউডে এখনো ব্যবসা করে যাচ্ছে। আমাদের এখানে এমন ভালো গল্পের ছবি বেশি বেশি হওয়া উচিত। শাকিব খান বলেন, আগের সময়ে ছবির প্রায় প্রত্যেকটি চরিত্রে তারকামানের শিল্পীরা কাজ করতেন। বর্তমানে এটা কমে গেলেও বেশ কয়েকজন পরিচালক ভালো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গল্প সাজিয়ে কাজ করার চেষ্টা করছেন। আমি এটাকে অবশ্যই সাপোর্ট দেই। সিনিয়র পরিচালকদের পাশাপাশি তরুণ নির্মাতারাও এখন এমন ভালো গল্পের মৌলিক ছবি উপহার দেয়ার চেষ্টা করছেন। আমার বিশ্বাস, নতুন এ ছবিগুলো দর্শক পছন্দ করবেন। এমজমিন
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে