বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি শো 'বিগ বস' এর অন্যতম আকর্ষণ হলেন অভিনেতা সালমান খান। কিন্তু তিনিই নাকি ছেড়ে বেড়িয়ে গেলেন বিগ বস-এর বাড়ি। কিন্তু হঠাত্ এই কাণ্ড কেন করলেন সাল্লু, এপ্রশ্নের উত্তরে একজনেরই নাম উঠে আসছে, তিনি হচ্ছেন আকাশ।
বিগবস -এর বাড়িতে সালমানের সঙ্গে যেভাবে প্রতিযোগীদের কথা হয়, সেভাবেই কথা চলছিল। ঠিক এমন একটি সময়ে বার বার সালমান আকাশকে বোঝাতে থাকেন, যে আকাশ যেন নিজের ব্যবহার ঠিক করে নেন। নয় তো সমস্যায় পড়বেন। সালমান বলেন, প্রতিটা সপ্তাহে আকাশকে একই কথা বলতে হচ্ছে সালমান খানকে। বস্তুত তাকে শেখাতে হয় আকাশকে!
এরপর বিগ বস-এ নিজের নিয়মে চলতে থাকে খেলা। ডেনজার জোন সহ খেলার বিভিন্ন দিক একের পর এক পর্যায়ে সংগঠিত হয়। কিন্তু সমস্যা শুরু হয় আকাশেকে যখন সুলতানি আখাডা়য় যেতে বলা হয় তখন। সেই সময়ে আকাশ সেখানে যেতে রাজি না হওয়ায়, সালমানের বিষয়টি খারাপ লাগে, তারপর সালমান মেজাজ হারিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এমটিনিউজ/এসএস