রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ০৭:৩৯:০৫

দেব ঢাকায় এলে তার বিরুদ্ধে রাস্তায় নামার ঘোষণা

দেব ঢাকায় এলে তার বিরুদ্ধে রাস্তায় নামার ঘোষণা

বিনোদন ডেস্ক : আগামী ৮ ডিসেম্বর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ ছবিটি মুক্তি পাবে । ত্রিভুজ প্রেমের ছবিটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা। একই দিনে কলকাতার চলচ্চিত্র ‘ককপিট’ বাংলাদেশে মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিটিতে অভিনয় করেছেন দেব, কোয়েল ও রুক্মিণী। ছবির প্রচারণার জন্য আগামী ৫ ডিসেম্বর দেবের ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে, ‘চল পালাই’ ছবির পরিচালক ও কলাকুশলীরা মনে করেছেন, ‘ককপিট’ ছবিটি যদি দেশে মুক্তি পায় তাহলে তাদের ‘চল পালাই’ ছবিটি বাধাগ্রস্ত হবে।

এ প্রসঙ্গে দেব ঢাকায় এলেই নাকি মানববন্ধন করবে ‘চল পালাই’ টিম বলে জানিয়েছে ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় কলকাতার চলচ্চিত্র বয়কট করে যাচ্ছে। তাদের কোনো ছবি ব্যবসা করতে পারেনি। আমাদের দেশের ছবি দর্শক হলে গিয়ে দেখতে পছন্দ করেন। তাই আমাদের দেশের চলচ্চিত্র বাঁচাতে দেব ঢাকায় এলে তার বিরুদ্ধে মানববন্ধন করব।’

‘ককপিট’ ছবির মুক্তিকে ঢাকাই ছবিকে অন্ধকারে নিয়ে যাবার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন দেবাশীষ। তিনি বলেন, ‘দর্শকদের প্রথমেই বলবো- বাংলা নয়, বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকুন! এর আগেও অনেক বড় বাজেটের ছবি দিয়ে ঢাকাই সিনেমাকে টেক্কা দেয়ার চেষ্টা হয়েছে। এবার আমাকে টার্গেট করা হয়েছে। আমি এসব ভয় পাই না। কলকাতার কোনো নায়কের ছবি এপারে চলেনি আর চলবেও না। দর্শক ‘চল পালাই’-কে ব্যবসা সফল করে সেই প্রমাণ দেবে বলেই আমি আশাবাদী।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে