সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ০৯:২০:৪২

নতুন ব্যবসায় নামছেন সানি লিওন

নতুন ব্যবসায় নামছেন সানি লিওন

বিনোদন ডেস্ক :  সানি লিওন তাঁর অতীতকে ভুলতে চাইছেন? অতীতকে ভুলে থাকতে নিত্য নতুন ব্যবসায় নামছেন তিনি। এবার সেই ব্যবসাকে আরো বাড়াতে চলেছেন সানি লিওন। ইতিমধ্যেই তাঁর প্রসাধনী এবং পোশাকের অন লাইন ব্যবসা রীতিমতো সফল হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মোবাইল ফোনের ব্যবসা৷ পাশাপাশি বলিউডি সিনেমায় অভিনয় রমরমা চলছেই।

একটি সূত্রে জানা গেছে, সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার আগামী বছর মোবাইল ফোনের ব্যবসা নামতে চলেছেন৷ বেশ বড়সড় আকারে তাঁরা এই নতুন ব্যবসায় নামতে চলেছেন৷ ইতিমধ্যেই তারা চীনের একটি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন৷ সেই চীনা কম্পানিতেই সানির মোবাইল তৈরি হবে।

এ ছাড়াও এই নতুন ব্যবসা বাড়াতে তাঁরা ডিজিটাল ইন্ডিয়াকে ভরসা করছে৷ সেই লক্ষ্যেই তাঁরা ভারতের একটি ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গেও গাঁটছড়া বাঁধছে। এই ওয়েবসাইটেপ মাধ্যমেই সানি তার নতুন মোবাইল ফোন বিক্রি করবেন৷ সানির প্রোফাইলকে হাতিয়ার করে ড্যানিয়েল নতুন মোবাইল বাজারে আনতে চলেছেন বলে জানা গেছে।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে